Friday, November 28, 2025

সাতক্ষীরায় সড়ক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের খোজ খবর নিলেন জামায়াত আমীর

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের খোজ খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার জেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলামা মুকুল সহ জামায়াত নেতৃবৃন্দ। ০৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুনের জামাতা মটর সাইকেল চালক মৃত্যু আজিজুর রহমানের জানাজায় অংশ নেন জামায়াত নেতৃবৃন্দ। তারা নিহতদের মাগফেরাত কামনা করেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানান। একই সাথে নিহত পরিবার-পরিজনদের ধৈর্যধারণ এবং এই শোক কাটিয়ে উঠার তাওফিক কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেন।
উল্লেখ্য ০৭ নভেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়ক হাইওয়ের সাতক্ষীরার বিনেরপোতা মেঘনা মোড়ের অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে মাটিবহনকারি ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article