সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ছয়ঘড়িয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ ১৭ ডিসেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা ছয়ঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে ও তানজিমুল হাসান সিহাব মাছখোলার শিবতলা মোড় এলাকার হাবিবুল্লাহর ছেলে।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে তারা সাতক্ষীরার দিকে ফিরছিলেন। ছয়ঘরিয়া এলাকায় এসে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।
দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।