Wednesday, September 17, 2025

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা. ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করার ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক তানভীর ইসলামকে(২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটকের পর আজ ০৬ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার দুপুরে এ তথ্য জানান সাতক্ষীরার পিবিআই কর্মকর্তারা। তানভীর ইসলাম জেলার তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে । সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলামের সাথে একই এলাকার রবিউল ইসলামের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলে তানভির ইসলাম কে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় শহিদুল। তানভিরের প্রকৃত বয়স ২৪ বছর। অথচ তার বয়স ১৭ বছর উল্লেখ করে তানভিরকে অপহরণ করা হয়েছে বলে তিনি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার নং-৩৬৩/২০২৩। মামলাটির তদন্তভার আসে পিবিআইিয়ের ওপর। তদন্তে নেমে সাঁজানো মামলাটির বিষয়টি বুঝতে পারেন তদন্ত কর্মকর্তা। এ প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে বৃহস্পতিবার আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article