Friday, November 28, 2025

সাতক্ষীরার মানুষ উন্নয়ন ও পরিবর্তন চাই বলেই সবাই ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ-বাঁশদহে নির্বাচনী অফিস উদ্বোধনকালে আলহাজ্ব আব্দুর রউফ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এর বাঁশদহা ইউনিয়নে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সাবেক বাঁশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাঁশদহে নির্বাচন পরিচালনা কার্যালয়ের অফিস উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। আল্লাহই আমাকে সম্মানের সহিত দলীয় মনোনয়ন দিয়েছেন। সাতক্ষীরার মানুষ উন্নয়নের লক্ষ্যে পরিবর্তন চাই। যেকারণে সবাই ধানের শীষে ভোট দিতে চায়। আমাকে সাতক্ষীরার মানুষ ভালোবাসে। দল মত নির্বিশেষে সাতক্ষীরা ২ আসনে আমার ব্যাপক ভোট আছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহিনুর রহমান, রেউই বাজার কমিটির সভাপতি ইন্তাজ আলী প্রমুখ।

এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article