সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তাকওয়া মাদরাসা নতুন বছরের ক্লাসের উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ জানুয়ারি ২০২৫ রোজ রোববার সকালে মাদরাসা ক্যাম্পাসে নবীন বরণ শেষে নতুন বছরের ক্লাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তাকওয়া মাদরাসা সাতক্ষীরার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোখলেসুর রহমান এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন তাকওয়া মাদরাসা শিক্ষক হাফেয জুবায়ের আহমাদ, আব্দুল আজিজ, ফিরোজ আহমাদ, সাইদুর রহমান, মনিরুল ইসলাম, মাসউদুর রহমানসহ অভিভাবকবৃন্দ।
নবীন বরণের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাকওয়া মাদরাসা সাতক্ষীরার ছাত্র মুত্তাকীবিল্লাহ মাহিদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন জুবায়ের হোসেন আলিফ।