Friday, November 28, 2025

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার ৫ম দিনে ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

 

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম দিনে তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে ৫ম দিনের তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য মুরশিদা আক্তার, অধ্যক্ষ রেজাউল করিম, মো. শাহাবুদ্দীন, এ করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সামাজিক বনায়ন সাতক্ষীরার সহকারি বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, বাংলাদেশ কৃষি ট্রেডিং কর্পোরেশনের সহকারি প্রকৌশলী মো. ইবনে সিনা, সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম দিনে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ২৪ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রাবন্ধিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article