সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামে যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রী খাদিজা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা স্বামী আমিরুল ইসলামকে পুলিশে সোপর্দ করেছে। আজ ১৪ জানুয়ারি ২০২৫ রোজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদরের নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে। আর আমিরুল ইসলাম (২৮) একই উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।
নিহতের আত্মীয়ের বরাত দিয়ে সদর থানার ওসি সামিনুল ইসলাম ইসলাম জানান, তিন মাস আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে আমিরুল ইসলামের সাথে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল ইসলাম শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা এনে দেওয়ায় জন্য চাপ দিতে থাকে। এ ঘটনার জেরে মঙ্গলবার ভোরে আমিরুল ইসলাম তার স্ত্রী খাদিজা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে।
ওসি আরও জানান,খবর পেয়ে পুলিশ খাদিজা খাতুনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।