Wednesday, November 5, 2025

সাতক্ষীরায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Must read

নিজস্ব প্রতিনিধি : দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ০১ জুন ২০২৫ রোজ রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে জেলা প্রাণিসম্পদ দপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অ:দা:) ডা. বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিনুর চৌধুরী ও জেলা ভেটেনারি হাসপাতালের ভেটেনারি অফিসার বিপ্লবজিৎ কর্মকার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী স্থলে গিয়ে মিলিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মো. আব্দুল জব্বারসহ

 প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তরল দুধ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে ও কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল-মামুন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article