Sunday, August 3, 2025

সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ সারা বাংলাদেশ ব্যাপী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাতক্ষীরা প্রান্তে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাখো কন্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামান সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা মো. মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article