Friday, November 28, 2025

সাতক্ষীরায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ নভেম্বর ২০২৫ রোজ বুধবার বেলা ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় এবং সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এফএম মান্নান কবীর এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সম্মানিত অতিথি বক্তব্য রাখেন মুকিত হাসান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভেটেনারি অফিসার ডা. বিপ্লবজিৎ কর্মকার, অবসরপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, কৃষিবিদ জাহিদুর রহমান, জেলা কৃষি প্রকৌশলী হারুন বিন হানিফ, জেলা ট্রেনিং অফিসার ডা. বিষ্ণুপদ বিশ্বাস, সদর উপজেলা সহকারী মৎস অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভা পূর্বে জেলা প্রাণিসম্পদ চত্বরে ৬টি ক্যাটাগরিতে স্থান পাওয়া ২২টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অনন্যা অতিথিবৃন্দ। প্রানিসম্পদ অফিসের সম্প্রসারণ অফিসার ডা. মো. ইনামুল শেখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article