আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আগামী ২৭ জানুয়ারী সাতক্ষীরায় আমিরে জামায়াত ও ১০ দলীয় জোট প্রধান ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনি সদর ইউনিয়ন জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আজ ২৪ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকাল ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: আব্দুল হাই এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি এসএম শহিদুজ্জামান বাবলু, মাওঃ কামরুল ইসলাম, সাবেক মেম্বর আঃ রহিম, ইদ্রিস আলী, নুরুজ্জামান সরদার, আবুল হাশেম, হাফেজ হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মেম্বর সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীদেরকে সাতক্ষীরার জনসভায় যোগদান করতে আহবান জানানো হয়।
