Saturday, August 2, 2025

সাতক্ষীরায় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের উদ্যোগে হজ্জের প্রাপ্তি ধরে রাখতে হাজ্জী পুনর্মিলন অনুষ্ঠিত

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : হজ্জের প্রাপ্তি ধরে রাখতে হাজ্জী পুনর্মিলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ আগস্ট ২০২৫ রোজ শনিবার দুপুরে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশ এর আয়োজনে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ এর সভাপতিত্বে আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতে আমির উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ খাইরুল বাশার প্রমুখ। আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে জেলার হাফেজদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীকে বিনামূল্যে ওমরা হজ্জ পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় আবাবিল হজ্জ গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকে পবিত্র মক্কা মদিনায় হজ পালন করা হাজী সাহেবগণ ও জেলার বিভিন্ন হাফেজরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article