Wednesday, September 17, 2025

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ কৃতী শিক্ষার্থী

Must read

 

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের দুই কৃতী শিক্ষার্থী। আগামী ০৯ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানে অবস্থানকালে তারা ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে ৭ দিনের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রামে ল্যাব ভিজিট, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করবেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে ইউনিভার্সিটি অব ইয়ামানশির সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৩০ জানুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী মোঃ আব্দুল খালেক সরকার রব্বানী এবং আব্দুল্লাহ আল মামুন জাপান যাওয়ার প্রাক্কালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল কানেক্টিভিটি বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ গ্রহণকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতকালে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোঃ সানাউল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সংশ্লিষ্ট প্রোগ্রাম এর বাংলাদেশের কো-অর্ডিনেটর ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. তারেক বিন সালাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম এবং তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article