Wednesday, September 17, 2025

সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা: উপদেষ্টা

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রাকৃতিক বনে সামাজিক বনায়ন নয়, প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন।

তিনি বলেন, বনবিভাগের প্রাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা নয়। তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। তাই প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন হবে না।

জ ০৬ নভেম্বর ২০২৪ রোজ বুধবার টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

পলিথিনের ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী পলিথিনের কারণে উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার স্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব নয়। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এমএ রশীদ ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

সভাপতিত্ব করেন ব্যুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন। স্বাগত বক্তৃতা করেন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article