Saturday, January 31, 2026

শ্রীউলায় কৃতী শিক্ষার্থীদের মানবতার আলো’র পুরস্কার বিতরণ

Must read

 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় ১৫৪ নং বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে “মানবতার আলো” সংগঠনের পক্ষ থেকে পুরুস্কৃত করা হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর ২০২৫ রোজ রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম‌
সহকারী শিক্ষিকা নারগিস পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন বলেন, প্রাথমিক শিক্ষা হলো আগামীর ভিত্তি।শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করলে তারা পড়া লেখায় আরও আগ্রহী হয়।”মানবতার আলো”সংগঠনের পক্ষ থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি একটি চমৎকার উদ্যোগ। সরকারি প্রচেষ্টার পাশাপাশি এমন সামাজিক সংগঠনের অংশগ্রহণ আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সাবেক সভাপতি শিক্ষক গুলনাহার পারভীন, “মানবতার আলো” সংগঠনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আলিম রাজ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, সদস্য সিরাতুননেছা সিদ্দীকা, মাহবুব, জয়, মঞ্জুরুল, রাজু, রুস্তম, জুয়েল, আকাশ, আলি,ম, ইমন ও শাওন, শিক্ষকবৃন্দ, অভিভাবকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রতিটা ক্লাসের ৫ জন করে মেধাবী শিক্ষার্থীদের মাঝে “মানবতার আলো” সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও চারা বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article