Monday, November 3, 2025

মৃত্যুর উপত্যকা থেকে ফিরিয়ে এনেছে সৃষ্টিকর্তা, জীবনের বাকী সময়টুকু জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই : সাবেক এমপি হাবিব

Must read

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পতিত সৈরাচারী শেখ হাসিনা জুডিশিয়াল ষড়যন্ত্রের মাধ্যমে ৭০ বছরের জেল দিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বাঁচিয়েছে সৃষ্টিকর্তা। সে পরীক্ষায় আমি পাশ করেছি বলে আজকে আপনাদের সামনে দাড়িয়ে আছি। জীবনের বাকী সময়টুকু জনগণের সেবায় নিয়োজিত রাখতে চাই। আমার দ্বারা জনগণের কোন ক্ষতি হবে না। তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সম্মেলনের মঞ্চে দাড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই কথাগুলো বলছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এসময় তিনি আরও বলেন, ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তালা উপজেলার ব্যাপক উন্নয়নের অংশীদার হতে পেরেছিলাম। এ এলাকার রাস্তা-ঘাট নির্মাণ, স্কুল-কলেজ এমপিওভুক্ত করা, মসজিদ মন্দিরে সহায়তাসহ বেকারত্ব দুরীকরণে যে অগ্রনী ভূমিকা আমি রেখেছিলাম তা আপনারা অস্বীকার করতে পারবেন না। আবারো যদি সুযোগ পায় পাটকেলঘাটা তথা তালা কলারোয়ার অবকাঠামোগত উন্নয়নে আমি নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এসময় কুমিরা ইউনিয়ন বিএনপির সু-শৃংখল এ আয়োজনে বহুল সংখ্যক জনতার উপস্থিতিকে সাধুবাদ জানিয়ে তিনি কুমিরা ইউনিয়নবাসির প্রতি কৃতজ্ঞতা জানান। কানায় কানায় পূর্ণ কুমিরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উপস্থিত জনতাও দুহাত উচিয়ে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে একবিন্দুও ভুল করেননি।
জমকালো আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কমিটি বিষয়ক সংসদীয় আসন সাতক্ষীরা-১ এর টিম প্রধান আবুল হাসান হাদী। এছাড়া তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, এম মফিদুল হক লিটু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি এককভাবে পরিচালনা করেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা মহিদলাদলের সভানেত্রী মিনি খাতুন, পাটকেলঘাটা থানা ছাত্রদল নেতা শেখ রিজভী আহম্মেদ, কুমিরা ইউনিয়ন যুবদল নেতা সেলিম বিশ্বাস, যুবদলের সদস্য সচিব নুরুল ইসলাম মন্টু, ইউনিয়ন ছাত্রদলের নেতা কাজী মারুফ প্রমুখ ।
এসময় তালা উপজেলার শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কুমিরা ইউনিয়নের সকল ওয়ার্ডের ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো সাধারন জনগণ সেখানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান থেকে আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তালা উপজেলা মহিলা আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে উপজেলাবাসিকে আমন্ত্রন জানান অতিথিবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর কুমিরা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article