Thursday, August 7, 2025

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধদের দেখতে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার রাত পৌনে ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটে পৌঁছান।

এর আগে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, আজ সকালে জারিফ ফারহান (১৩) ও মাসুমা বেগম (৩৬) নামে পরপর দুজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আরো দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলো: স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

তিনি জানান, এখন পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে চারজন, যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ তাদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় আছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে।

আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article