Thursday, August 7, 2025

মসজিদে আজান দিতে যাওয়ার সময় বিএনপি নেতা নিহত

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে মসজিদে আজান দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ধামরাই পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ ফজলুল হক ওরফে গোপাল দেওয়ান নিহত হয়েছেন। আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোকামটোলা জামে মসজিদের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

গোপাল দেওয়ান ধামরাই পৌর শহরের মোকামটোলা মহল্লার বাসিন্দা। তিনি ওই মসজিদের বিনা বেতনের মুয়াজ্জিন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অনেক গুনগ্ৰাহী রেখে গেছেন।

আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাই পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ ফজলুল হক ওরফ গোপাল দেওয়ান  মোকামটোলা জামে মসজিদের সামনে রাস্তায় মোটরসাইকেলের  ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও মুসল্লিরা তাকে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রাত ৮টার দিকে মরহুমের জানাজা শেষে ধামরাই পৌর কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। দলমত নির্বিশেষে শত শত মানুষ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article