দক্ষিন বাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ে মসজিদে আজান দিতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ধামরাই পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ ফজলুল হক ওরফে গোপাল দেওয়ান নিহত হয়েছেন। আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোকামটোলা জামে মসজিদের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
গোপাল দেওয়ান ধামরাই পৌর শহরের মোকামটোলা মহল্লার বাসিন্দা। তিনি ওই মসজিদের বিনা বেতনের মুয়াজ্জিন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ১ ছেলে ১ মেয়েসহ অনেক গুনগ্ৰাহী রেখে গেছেন।