Friday, November 28, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীর পাশে কুয়েট পরিবার

Must read

 

সংবাদ বিজ্ঞপ্তি : গত ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের শর্ট গানের ছররা গুলিতে আহত খালিশপুরের সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম শিকদারের পাশে দাঁড়িয়েছে কুয়েট পরিবার। আজ ১৩ নভেম্বর ২০২৪ রোজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আহত শিক্ষার্থীর চিকিৎসা সহায়তার জন্য তার বাবা জনাব মোঃ মালেক শিকদার ও মা মোরশেদা বেগমের নিকট তিন লক্ষ টাকার চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এসময় উপস্থিত ছিলেন আহত শিক্ষার্থী নাঈম শিকদারের বাবা, মা, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, ও অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোহন আলী, ওমর ফারুক, জাহিদুর রহমান, শেখ মুজাহিদ, আবুল গোফরান বান্না, আরাফাত হক, মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য, সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় দিবসের জন্য বরাদ্দকৃত অর্থ খরচ না করে সে অর্থ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের’কে প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে মোতাবেক এ খাত হতে আহত শিক্ষার্থীকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article