Sunday, September 8, 2024

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

Must read

 

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পাঠানো সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী কর্তৃক ফেরত দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৪ জুন ২০২৪ রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন সাংগাঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, প্রাক্তন থানা কমান্ডার শফিক আহমেদ, প্রাক্তন সহকারী কমান্ডার কামরুজ্জামান বাবু প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বার্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে এত অল্প টাকায় আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

অথচ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী ফেরত দিয়েছেন। যা খুবই দু:খজনক। এমময় বক্তারা সরকারের কাছে তাদের সম্মানি ভাতা বৃদ্ধির জোর দাবি জানান।

পরে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article