আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকালে পাইথালী বাজার জামে মসজিদের ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, জেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমীন। প্রধান বক্তা হিসাবে আলোচনা রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য জেলা ল’ইয়ার্স কমিটির সভাপতি এড. আব্দুস সোবহান মুকুল। বুধহাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, উপজেলা নায়েবে আমীর নুরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম প্রমুখ।
