আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় কাজী আলাউদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর ২০২৫ রোজ সোমবার বুধহাটা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধহাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রবের সভিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা মাস্টার আহসান হাবিব, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন লেলিন, নওয়াপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস গাজী, বুধহাটা ওয়ার্ডের সাবেক সভাপতি সরদার আব্দুল হামিদ ও আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক একলাসুর রহমান, নওয়াপাড়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম ও সদস্য সচিব মোঃ হাবিবুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, নেতা সিরাজুল ইসলাম, বাবুল হোসেন, মঞ্জুরুল কাজল, সাগির হোসেন, আলতাফ হোসেনসহ শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বহু নেতাকর্মী মিছিলে অংশ নেন।
