Wednesday, September 17, 2025

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা শীর্ষক বেতার সংলাপ অনুষ্ঠিত

Must read

 

ইউনিসেফ এর সহযোগিতায় এবং বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে ‘কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা’ শীর্ষক বেতার সংলাপ আজ ১২ নভেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার দুপুরে খুলনা নগরীর কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, কিশোর-কিশোরীদের নিজ প্রয়োজনে শারীরিক ও মানসিক বিকাশের প্রতি নজর দিতে হবে। কিশোর বয়সে মানসিক পরিবর্তন কোন রোগ নয় বরং হরমোনের পরিবর্তন জনিত অবস্থার ফল। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়ে সহশিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এর ফলে তাদের চিন্তাশক্তি-মানবিক গুণাবলি এবং জ্ঞানের পরিধি বেড়ে যাবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারে সতর্ক থাকতে হবে শিক্ষার্থীদের। ১০ থেকে ১৯ বছর বয়সে তাদের শরীর ও মনের পরিবর্তন ঘটে। এসময়ে পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও তাদের প্রতি যত্মবান হওয়া প্রয়োজন।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সংলাপে স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, সরকারি সুন্দরবন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র অধিকারী ও কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ রোজিনা আক্তার প্যানেল আলোচক ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মোঃ রোকনুজ্জামান। কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বেতার সংলাপে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের ৫০ শিক্ষার্থী অংশ নেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article