আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ রোজ বৃহস্পতিবার সকালে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের সামনে থেকে বের কয়রা উপজেলা এলাকা প্রদক্ষিণ করে কয়রা উপজেলা জামায়াত অফিস মোড়ে গিয়ে বর্ণাঢ্য র্যালীটি শেষ হয়। উক্ত র্যালীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা আবু জার গিফারী।
ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মুহা. অয়েসকুরুনীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কয়রা থানার সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক সাদিক হোসেন, দাওয়াহ সম্পাদক ইয়াছিন শারাফাত, কয়রা উপজেলা ছাত্রশিবির সভাপতি সামিউল ইসলাম, পাইকগাছা উপজেলা সভাপতি সাইদুল ইসলাম সহ স্থনীয় দায়িত্বশীল বৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।