Tuesday, August 26, 2025

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে সৌদি যুবক

Must read

 

দক্ষিন বাংলা ডেস্ক : বন্ধুর বিয়েতে যোগ দিতে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের রিয়াদ শহরের নাগরিক আল ইব্রাহিম। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।

বাঙালি বন্ধু আব্দুল্লাহ ফারুকের সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশে এসেছেন।

আজ ১১ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরবর্তীতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন তিনি।

জানা যায়, উপজেলার জামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শাহানারা বেগম দম্পতির একমাত্র পুত্রসন্তান আব্দুল্লাহ ফারুক গত ৮ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তার ভগিনীপতি এমরান হোসেন পাটওয়ারীর সৌদি মালিক আল ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তার। সম্প্রতি আব্দুল্লাহ ফারুক দেশে এলে একই উপজেলার বালি-থুবা গ্রামের মেয়ে শ্যামইয়া সুলতানার সঙ্গে শুক্রবার বিয়ের তারিখ ধার্য হয় তার। এ সময় তিনি সৌদি আরবের নাগরিক বন্ধু আল ইব্রাহিমকে আমন্ত্রণ জানান।

সৌদি আরবের নাগরিক আল ইব্রাহিম জানান, আমার বন্ধু আব্দুল্লাহ ফারুক যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তার থেকে জেনেছি। সেই থেকে তার বিয়েতে আসার আগ্রহ প্রকাশ করেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি আরও বলেন, আমাকে যখন ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমার বন্ধুর পরিবার বরণ করেছে, তাদের এমন আতিথেয়তা ও প্রাকৃতিক দৃশ্য সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি শনিবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত বাংলাদেশে থেকে চলে গেলেও আবার আসব।

এদিকে আব্দুল্লাহ ফারুক বলেন, আমরা প্রবাসীরা জীবনের কঠোর বাস্তবতায় নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাস-জীবন বেছে নিতে বাধ্য হয়ে থাকি; কিন্তু প্রবাসে যদি আমরা আমাদের কর্মদক্ষতা ও সততাকে কাজে লাগাই, তাহলে অনেক কিছুই করা সম্ভব। যিনি আমার বিয়েতে যোগ দিতে আসছেন তার সঙ্গে পরিচয়ের পর বর্তমানে একইসঙ্গে ব্যবসা করে থাকি। তিনি আমার আপন ভগিনীপতির মালিক হলেও আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ দিনের।

তিনি আরও বলেন, বর্তমানে প্রবাসে আমাদের বাঙালিদের দ্বারা বাঙালি ভাইদের ক্ষতি হচ্ছে। আমি চাই যারা প্রবাসে যাই, তারা যেন সব সময় সততা ও আদর্শের মাধ্যমে কাজ করে। আমাদের নীতি আদর্শ ভালো হলে সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকরা আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এতে বাঙালিরাই লাভবান হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article