Sunday, August 3, 2025

পুরাতন কর্মস্থল পাইকগাছার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পুরাতন কর্মস্থল পাইকগাছার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও সচিব ড. অমিতাভ সরকার। তিনি বুধবার সরকারি এক সফরে পাইকগাছা আসেন। সকালে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক সহ এলাকার সুধীজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর পক্ষ থেকে সচিব ড. অমিতাভ সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রায় দেড়যুগ পর চিরপরিচিত জনবান্ধব বিচারিক কর্মকর্তাকে কাছে পেয়ে ভালোলাগার অনুভূতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সর্বোস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সচিব অমিতাভ সরকার। এ সময় সচিব অমিতাভ সরকার বলেন, গত দেড়যুগের ব্যবধানে সারাদেশের ন্যায় অত্র উপজেলায়ও ব্যাপক পরিবর্তন এসেছে। বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তবে এলাকার মানুষের মধ্যে কোন পরিবর্তন হয়নি। এখানকার মানুষ ঠিক এখনো আগের মতোই শান্তিপ্রিয় এবং সহিষ্ণ পরায়ন রয়েছে। তিনি বলেন, কর্মসূত্রে দূরে থাকলেও প্রযুক্তি আমাদেরকে কাছাকাছি রেখেছে। এখানকার মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা কর্মময় জীবনে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে সচিব অমিতাভ সরকার টেকসই উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে তিনি উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। সচিব অমিতাভ সরকার ২০০১ পরবর্তী সময়ে পাইকগাছা আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ মাসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম মনির লিংকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল, সাবেক সভাপতি জিএম আব্দুস সাত্তার, পঙ্কোজ ধর, থানার এএসআই এফএম মোস্তাফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article