Wednesday, August 6, 2025

পুনর্মিলনী অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধন তৈরি করবে-এনামুল হক

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা সোলাদানার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় স্কুল জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শিক্ষার্থী ও শিক্ষক ও অতিথি বৃন্দ। দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দৃষ্টিনন্দন ভাবে সাজানো হয় অনুষ্ঠান মঞ্চ ও গোটা প্যান্ডেল। শ্রাবণের অঝোর ধারার বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের আনন্দ আর উচ্ছ্বাসে পুরো পুনর্মিলনী অনুষ্ঠান যেন পরিণত হয় মিলনমেলায়। দল মতের উর্ধ্বে এই পুনর্মিলনী অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধন তৈরি করবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক এসএম এনামুল হক। পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রাক্তন শিক্ষার্থী বিপ্লব কান্তি মন্ডল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মোড়লের সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক জয়দেব রায়, বিএনপি নেতা আমিনুর সরদার, প্রভাষক জীবেশ রায়, ব্যবসায়ী রেজাউল ইসলাম, শিবপদ মন্ডল, ইউপি সদস্য শেখর ঢালী, প্রবীর গোলদার, ঠাকুর দাশ সরকার, কিশোর মন্ডল, ডাঃ আজমল হোসেন, রকি বিশ্বাস, ভূমিকা রায় ও কাকলী খাতুন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article