তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে সাবেক সভাপতি আব্দুল জব্বার ছাতা প্রতীকে ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান সভাপতি জাকির হোসেন চেয়ার প্রতীকে ২১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ সভাপতি পদে ৩ প্রার্থীর মধ্যে রেজাউল ইসলাম কলস প্রতীকে ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে ৩ প্রার্থীর মধ্যে বেল্লাল মোড়ল মোমবাতি প্রতীকে ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম বর্তমান সম্পাদক ওবায়দুল হক মিঠু দোয়াত কলম প্রতীকে ১৬৮ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে হারুন অর রশীদ ডাব প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম তাইজুল ইসলাম সানা কলম প্রতীকে ২১৩ ভোট পেয়েছেন। ৫ পরিচালক পদে ৮ প্রার্থীর মধ্যে হাফিজুর রহমান কাপ পিরিচ প্রতীকে ৩৮৭, কামাল হাতি প্রতীকে ২৯৬, আব্দুল মালেক প্রজাপতি প্রতীকে ২৩০, ফুলমিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ২২৭ ও সালাউদ্দিন কবুতর প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সমিতির ৪৬২ জন ভোটারের মধ্যে ৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সহকারী ছিলেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক আমির হোসেন ও তোরাব আলী।
