তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ্ ইভলভ প্রজেক্ট এর সহযোগীতায় স্থানীয় সরকার শক্তিশালীকরনে ইউনিয়ন পরিষদে বাজেটে চাহিদাভিত্তিক খাত তৈরী, বরাদ্দ বৃদ্ধি ও বাজেট মনিটরিং বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা অফির্সাস ক্লাবে ১৫ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, আলাউদ্দীন রাজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
