Friday, November 28, 2025

পাইকগাছায় জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে খুলনার পাইকগাছায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, পাইকগাছা থানার ওসি তদন্ত তুষার কান্তি দাস, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফ এম এ রাজ্জাক। পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন ষোলআনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এড. মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, সম্পাদক ইলিয়াস হোসেন, প্রানকৃষ্ণ দাস, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, পঞ্চানন সানা, বাবুরাম মন্ডল, বিদ্যুৎ মন্ডল, মিল্টন কুমার মন্ডল, ইব্রাহীম হোসেন প্রমুখ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article