Wednesday, August 6, 2025

পাইকগাছায় চাকুরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ বিতরণ

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা চাকুরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছ। আজ ০৯ জুন ২০২২ রোজ বৃহস্পতিবার দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়নের সদস্যদের মাঝে এ ঋণ বিতরণ করা হয়। ইউনিয়নের সভাপতি ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ বেনজির আহম্মেদ, কাল্ব এর জেলা ব্যবস্থাপক এসএম ইদ্রিস, কয়রা ইউনিয়নের সভাপতি সুজিৎ কুমার রায়। প্রভাষক শেখ বেলাল উদ্দীন ও প্রভাষক আব্দুল ওহাব বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, মাদ্রাসা সুপার জিএম আছাফুর রহমান, ইউনিয়নের সহ-সভাপতি প্রভাষক রকিব উদ্দীন, পরিচালক প্রভাষক নাছরিন আরা, প্রভাষক নূরুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুল করিম মোড়ল, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, আশরাফুল ইসলাম রাবু, শিক্ষক মকবুল হোসেন ও মাখন লাল সরকার।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article