তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় অতিথি পাখি সহ এক শিকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে। আটক পাখি শিকারী হুসাইন সরদার (৬৫) উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে। আজ ০৪ ডিসেম্বর ২০২৪ রোজ বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ ধারার আওতায় শিকারী হুসাইন কে ৫ হাজার টাকা জরিমানা এবং উদ্ধার করা ৯ টি অতিথি পাখি কে অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন পেশকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, পেশকার আনিসুর রহমান, আনসার কমান্ডার আবু হানিফ ও আনসার দলনেতা ফয়সাল সরদার।