তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ ও আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ এর ৬০০ বিঘা চিংড়ী ঘেরের পোনা অবমুক্ত, কোরআন পাঠ ও দোয়া অনুষ্ঠান আজ ০৮ জানুয়ারি ২০২৫ রোজ বুধবার বিকালে লতার পুতলাখালীস্থ চিংড়ী ঘেরে অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে স্থানীয় জমির মালিক ও এলাকার সুধীজনদের উপস্থিতিতে ঘেরে চিংড়ী পোনা অবমুক্ত করা হয়। এসময় ঘের মালিকরা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, বিএনপি নেতা আনোয়ারুল কাদীর, আমিনুর সরদার, ইব্রাহিম গাজী, রেজাউল ইসলাম, আনারুল ইসলাম, ফয়সাল রাশেদ সনি, রুস্তম আলী, চিত্তরঞ্জন মন্ডল, দেবাশীষ রায়, সুনীল রায়, পবিত্র মন্ডল, কুমারেশ সরকার, অরন্য রায়, অসিত সরকার, সুভাষ ঢালী, তুষার মিস্ত্রি, স্বপন মন্ডল, বছির শেখ, সুকৃতি মন্ডল, অজিত মন্ডল, দীপক মন্ডল, অভিনাশ মন্ডল, নিখিল মন্ডল, স্বপন মন্ডল, প্রকাশ ঢালী, অশোক ঢালী, আনন্দ ও বিধান বিশ্বাস।