Wednesday, August 6, 2025

পাইকগাছার নবনির্মিত দৃষ্টিনন্দন রাড়ুলী বায়তুল হাম জামে মসজিদের উদ্বোধন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার নবনির্মিত দৃষ্টিনন্দন রাড়ুলী পশ্চিমপাড়া বায়তুল হাম জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ জুলাই ২০২৫ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। কুয়েত সোসাইটির সহযোগিতায় এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর পৃষ্ঠপোষকতায় এলাকাবাসী ৪০-৩২ স্কয়ার ফুট আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটি পুনঃ নির্মাণ করেছে। এর আগে ১৯৫৭ সালে মসজিদ টি প্রতিষ্ঠা করেন এলাকাবাসী। নবনির্মিত মসজিদের ভিতরে রয়েছে ৪ কাতার এবং বারান্দায় রয়েছে ৩ কাতার। প্রায় আড়াইশ মুসল্লী এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে এমনটাই জানিয়েছেন মসজিদ কতৃপক্ষ। মসজিদের মিনার, দরজা এবং ফ্লোর উন্নত মানের টাইলস দিয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে। অজুখানা ও করা হয়েছে উন্নত মানের। সবমিলিয়েই নবনির্মিত মসজিদ টি অনেক দৃষ্টিনন্দন হওয়ায় মুগ্ধ করেছে মুসল্লীদের। শুক্রবার প্রথম জুম্মায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের অন্যতম পৃষ্ঠপোষক ও মসজিদ কমিটির সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, সাধারণ সম্পাদক প্রাক্তন শিক্ষক আব্দুস সামাদ গাজী, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মোমিন সানা, সংস্থার ফিল্ম এবং মিডিয়া অফিসার জুবায়ের হাসান, মুফতি আতাউল্লাহ আরিফ, মাওলানা আবু তাহের, হাফেজ নাসিম, ডাঃ তানভীর আহমেদ, শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, ফারুক গাজী, ময়জুর রহমান, হাফেজ গাজী আব্দর রহমান ও সোহাগ গাজী।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article