Saturday, January 31, 2026

পাইকগাছার গদাইপুরের বিএনপি নেতা মাসুদ পারভেজের শোকসভা অনুষ্ঠিত

Must read

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা সরদার মাসুদ পারভেজ এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার গদাইপুরের মটবাটী কোনাপাড়া ঈদগাহ ময়দানে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক জিয়াউদ্দিন বিশ্বাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির প্রধান নির্বাচন পরিচালক খুলনা জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি কেএম আশরাফুল আলম নান্নু। শোক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ বেনজির আহম্মেদ লাল, যুবনেতা সামছুজ্জামানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম তারিক, কাজী ইস্তিয়াক আহমেদ, শেখ কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম।
এছাড়াও শোকসভায় মিজানুর রহমান, যুবনেতা কাজী সোহাগ, আসাদুজ্জামান মামুন, আব্দুল্লাহ, মহিলা দলনেত্রী কাজী কাকলী বেগম, ছন্দা সুলতানা, রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শোকসভার আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ বিল্লাল হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article