Friday, August 8, 2025

পাইকগাছায় হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় হোটেল আল মদিনা থেকে পুলিশ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনায় প্রেরণ করেছে পুলিশ। হোটেল আল মদিনার ম্যানেজার জসিম খান জানান, আশাশুনির দরগাপুর গ্রামের মৃত শেখ মোসলেম উদ্দিনের ছেলে শেখ বদিউজ্জামান (৬০) প্রায় ৮/৯ বছর যাবত এ হোটেলের ২৮ নং রুমে থাকতেন। কি কারনে বাড়ি ছেড়ে হোটেলে থাকতেন তা তিনি জানেন না। গত শনিবার রাত ১১ টায় তার সাথে শেষ কথা হয়। রবিবার সারাদিন তিনি বের হননি। আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কোন সাড়া নাপেয়ে তার ভাইপোকে ফোন করি এবং থানা পুলিশকে খবর দেই। শেখ বদরুজ্জামানের ভাইপো সামি জানান, চাচা হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। চিকিৎসার সুবিধার জন্য তিনি পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় আসি। পুলিশের সহযোগিতায় দরজা ভাঙ্গলে, রুমের ভিতরে বাথরুমে মৃত অবস্থায় চাচাকে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article