তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রোজ রোববার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভা চত্বর থেকে লিফলেট বিতরণ শুরু করে দিনভর পৌর সদরের প্রধান সড়ক, কাপড় পট্টি, মাছ বাজার, মাংস বাজার, ফল বাজার, কাঁকড়া মার্কেট, পোনা মার্কেট, চিংড়ি বিপণন মার্কেট, মৎস্য আড়ৎদারি মার্কেট, পুরাতন পরিবহন ও পুরাতন বাসস্ট্যান্ড সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমুহে বিতরণ করেন। এসময় তিনি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের প্রত্যাশা পুরুণ হবে উল্লেখ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ অবহেলিত জনপদ পাইকগাছা কয়রার উন্নয়নে জনগণের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খুলনা-৬ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত প্রার্থী পরিহার করে স্থানীয় ত্যাগী এবং জনবান্ধব ব্যক্তি কে দলীয় মনোনয়ন দিতে তিনি দলের দায়িত্বশীল নেতাদের প্রতি আহবান জানান। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সরোয়ার মাহবুব, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ হাবিবুর রহমান, শাহাবুদ্দিন সরদার, জিএম ফারুক হোসেন, আক্তার হোসেন, জামান, ফারুক, জাফর সরদার, আবু মুসা, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, শেখ ইদ্রিস, রবিউল ইসলাম, মিনারুল ইসলাম, আব্দুল হাদি, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ডালিম, ইমদাদুল হক, জুবায়ের রহমান, পলাশ, রাশেদ, সিরাজুল ইসলাম, নাজমুল হোসেন, নাজমা বেগম ও মুন্না।
