Friday, August 8, 2025

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের (পি সি রায়) ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, খুলনা প্রত্নতত্ত্ব বিভাগের উপ-সহকারী পরিচালক মুহিদুল ইসলাম, বন কর্মকর্তা প্রবীর দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সঞ্জয় সরকার, জোয়াদ্দার আ সালাম, প্রভাষক আবু সাইদ, রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল হাসেম মোড়ল, মো. খোরশেদুজ্জামান, পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, ইউপি সদস্য স.ম ছহিলউদ্দীন, মো. মফিজুল ইসলাম,
মো. ইলিয়াস মোড়ল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ওই দিন সকালে খুলনা জেলা প্রশাসকের পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article