Saturday, August 2, 2025

পাইকগাছায় জন্মাষ্টমী ও দুর্গোৎসব পালন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী, শারদীয় দুর্গোৎসব ও পূজা উদযাপন পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়িতে এসকল কর্মসূচির শুরুতেই ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থী, জুলাই শহীদ এবং পূজা উদযাপন পরিষদের প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, জেলা উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, দপ্তর সম্পাদক সুমন দাশ। পৌর পূজা কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও জেলা কমিটির মৃত্যুঞ্জয় সরদারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তৃতা করেন, ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, ইউনিয়ন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন, মুরারি মোহন সরকার, কৃষ্ণপদ মন্ডল, সুরঞ্জন চক্রবর্তী, সুনিল চন্দ্র মন্ডল, কালিপদ মন্ডল, সন্তোষ সরকার, সাংবাদিক বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রজিৎ কুমার রায়, গৌতম মন্ডল, কনক চন্দ্র মন্ডল, কার্তিক চন্দ্র দাস, শান্ত মন্ডল, শক্তিপদ মন্ডল, জগন্নাথ দেবনাথ, শংকর মন্ডল, সঞ্জয় দাশ, পুর্ণ দত্ত, বিপুল সরদার, যোগেশ মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সকলের মতামতের ভিত্তিতে যথাযতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকষ্ণের শুভ জন্মাষ্টমী ও শারদীয় দুর্গোৎসব পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article