তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পাইকগাছার গদাইপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বুধবার বিকালে নতুন বাজার চত্বরে উপজেলা কৃষক দলের সদস্য মোঃ আজিবর রহমান গাজী এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা। কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী গোলদার, বিএনপি নেতা মেম্বার সরদার আবুল কাশেম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সায়েদ আলী বাবলা, যুবদল নেতা শামসুজ্জামান, আবু হুরায়রা বাদশা।
