Tuesday, October 21, 2025

পাইকগাছায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

Must read

 

তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ ০৩ জুলাই ২০২৪ রোজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু আনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস কে তার দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান স.ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, আ’লীগনেতা শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, শেখ ইকবাল হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন ও যুবলীগ নেতা জগদীশ চন্দ্র রায় প্রমূখ। দায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে পাইকগাছাকে আধুনিক ও বাস্তবে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ, দলীয় নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article