তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পাইকগাছায় রচনা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয় খুলনা, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অব. সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান ও অবসার প্রাপ্ত শিক্ষক সুখদেব মন্ডল। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, পাইকগাছা কমিটির সাধারণ সম্পাদক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহ-সভাপতি রহিমা আক্তার শম্পা ও নিজাম উদ্দিন, সদস্য পূর্ণ চন্দ্র মন্ডল ও জামিনুর ইসলাম, কবিন্দ্র রায় সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতায় অংশরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিতর্ক ও রচনা প্রতিযোগিদের মধ্যে মধ্যে পুরস্কার হিসেবে সনদ, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।