Saturday, January 31, 2026

নিজেদের সংখ্যালঘু ভাববেন না, আপনারা এই মাটিরই সন্তান ও নাগরিক-বাজুয়ারডাঙ্গায় কালি পূজায় ধানের শীষের কান্ডারী আব্দুর রউফ

Must read

 

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রী শ্রী বাৎসরিক কালি পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ডিসেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গা কালি মন্দিরে বাজুয়ারডাঙ্গা গ্রামবাসী ও যুব সংঘের আয়োজনে মন্দির কমিটির সভাপতি ননী ভূষণ মাখালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু ধর্মালম্বীদের সংখ্যালঘু ভাবার কোন সুযোগ নেই, আপনারাও এদেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়।
আপনারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন, সবাই এই মাটিরই সন্তান ও নাগরিক। এই মাটির ওপরই আপনাদের অধিকার। কেনো সংখ্যালঘু বলেন নিজেদের? কালি পূজায় আগত হিন্দু ধর্মালম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় এ কথা বলেন সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সাধু, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।
বাজুয়ারডাঙ্গা কালি মন্দির এলাকায় জমে উঠেছে কালী মেলা। প্রতিবছরের ন্যায় এ বারো শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বাজুয়ারডাঙ্গা কালি মন্দিরের শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা। এই উপলক্ষে কালি পূজা ও মেলায় হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। অপরদিকে রাতে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে পূজার অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বী মানুষদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় জননন্দিত নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article