ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এক দিনের সফরে ০৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার সকালে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৯ নভেম্বর দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং সাড়ে ১২টায় ইমাম প্রশিক্ষণ একাডেমিতে খুলনার আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি সন্ধ্যা ছয়টায় খুলনার শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোদগান করবেন। পরে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
