Wednesday, August 6, 2025

দেবহাটা সমিতির বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময়

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা সমিতির নেতৃবৃন্দ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালকের সাথে মতবিনিময় করেছেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করায় অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুজ্জামান, এনডিসি, সিএমপি কে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে অভিনন্দন, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডঃ মোঃ খলিলুর রহমান, আহবায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু এবং আরও অনেক সদস্যবৃন্দ। এসময় মহাপরিচালকের সাথে উপজেলার আনেক সমস্যা নিয়ে নিন্মরুপ আলোচনা হয়। সেগুলো হলো যথাক্রমে ১. দেবহাটা উপজেলার কোমরপুর ও ভাতশালা এলাকায় নদীভাঙন রোধ ও প্রতিকার। ২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং যুবসমাজকে আলোকিত পথে ফেরানোর উদ্যোগ। ৩. অবৈধ ইটভাটার বিস্তার রোধ এবং ভাটায় মাটি বহনকারী গাড়ির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ। ৪. সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ। ৫. দেবহাটা উপজেলার বিভিন্ন সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ। ৬. ইছামতির পাশে রুপসী ম্যানগ্রোভ এর উন্নয়ন সংক্রান্ত। ৭. সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার অব্যাহত অংশগ্রহণ। আলোচনায় মহাপরিচালক উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এবং দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে আলোচনা চলাকালীন সময়ে উপরোক্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, দেবহাটা উপজেলা সমিতির সন্মানিত উপদেষ্টা ড. মো: খলিলুর রহমানকে সাথে নিয়ে মহাপরিচালক দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর বাৎসরিক মিলনমেলা ও বনভোজন-২০২৫ এ অংশগ্রহণের “রেজিষ্ট্রেশন” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরিশেষে মহাপরিচালক সবসময় দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর পাশে থেকে মানবিক, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনার সমাপ্তি করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article