Wednesday, January 21, 2026

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জামায়াত মনোনীত প্রার্থীর ছেলের মতবিনিময়

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্না মতবিনিময় করেছেন। আজ ১১ জানুয়ারি ২০২৫ রোজ রবিবার সকাল ১১টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া এবং রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাদের সাথে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, প্রচার সম্পাদক আবু হাসান, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যনির্বাহী সদস্য আবু সাঈদ, হারুন অর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের ছেলে হাসান আল বান্নাসহ তার সঙ্গী হিসেবে সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী ও জামায়াত নেতা যথাক্রমে আব্দুল মোমিন, কবির হোসেন, সাগর হোসাইন ও আব্দুস সামাদ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে হাসান আল বান্না বলেন, তার পিতা মুহাদ্দিস আব্দুল খালেকের চাওয়া পাওয়ার কিছু নেই। তার পিতা একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে জীবন অতিবাহিত করেছেন এবং সমস্ত সম্পদ ইসলাম ও জনগনের সেবায় কাজে লাগিয়েছেন। তাই বাকিটা জীবনও তার পিতা সাধারন মানুষ ও এই অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে অতিবাহিত করতে চান। সেজন্য হাসান আল বান্না তার পিতাকে সহযোগীতা করার জন্য সকল সাধারন মানুষের নিকট আবেদন জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article