Friday, November 28, 2025

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পার মাতা মিসেস মেহেরুন্নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ ২৬ নভেম্বর ২০২৫ রোজ বুধবার সকাল ১১টার দিকে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত কারনে অসুস্থ অবস্থায় দেবহাটাস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। মরহুমার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সুধীজনেরা মরহুমার বাড়িতে ছুটে আসেন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেয়ার জন্য। পরে বাদ আসর দেবহাটা ফুটবল মাঠে মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। নামাযে জানাজায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাই, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় মরহুমার বড় ছেলে সাংবাদিক আর.কে.বাপ্পা উপস্থিত মুসল্লীদের নিকট তার মায়ের জন্য দোয়া কামনা করেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article