Friday, November 28, 2025

দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জরুরি সভায় নিন্দা প্রস্তাব

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা রিপোর্টার্স ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সকাল ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, কোষাগ্যক্ষ মজনুর রহমান, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, প্রচার সম্পাদক আবুল হাসান, কার্য্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম গাজী, সদস্য সাংবাদিক আবু সাঈদ, সদস্য হারুন অর রশিদ সহ সকল সদস্যবৃন্দ। সভায় গত ১৪ ডিসেম্বর উপজেলা শহীদ মিনারে সৃষ্ট ঘটনায় বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা ও তার ভাই কর্তৃক রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাকে হুমকি প্রদর্শনের ঘটনার নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এছাড়া বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় জানানো হয়, বর্তমান সময়ে সাংবাদিকরা জানমালের নিরাপত্তাহীনতায় আছে। এই নতুন সরকারের কাছে নিরাপত্তার দাবি জানানো হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article