Sunday, August 10, 2025

দেবহাটা উপজেলা প্রশাসনের শহীদ আসিফের কবর জিয়ারত ও দোয়া

Must read

 

ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই গনঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৮ জুলাই শহীদ আসিফ হাসান পুলিশের গুলিতে নিহত হন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৮ জুলাই ২০২৫ রোজ শুক্রবার সকালে দেবহাটা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত এবং দোয়া কামনা করেন। শুক্রবার সকাল ১১টায় শহীদ আসিফের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শহীদ আসিফের পিতা মাহমুদ গাজী, দেবহাটা উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহবায়ক মোহাম্মদ মোজাহিদ বিন ফিরোজ, শহীদ আসিফের জমজ ভাই রাকিব হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় তার কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ আসিফ হাসান পুলিশের গুলিতে আহত এক তার এক সহপাঠী শিক্ষার্থীকে পানি খাওয়ানোর সময় তিনি পুলিশের গুলিতে নিহত হন। এই একইদিনে ঢাকার মীর মুদ্ধও আন্দোলনে পিপাসিত ছাত্র জনতাকে পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হন। শহীদ আসিফের কবর জিয়ারতের সময় শহীদ আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তারা বলেন, আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article