ইয়াছিন আলী, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ আগস্ট ২০২৫ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালন, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, দেবহাটা প্রেসক্রাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানভির হোসেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ইমরান বাশার, দেবহাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, টাউনশ্রীপুর বিজিবি কমান্ডার নায়েক সুবেদার আরজুল ইসলাম প্রমুখ। সভায় সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয়, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকীকরণ, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভূমিহীন জনপদ খলিশাখালীতে পুলিশ ক্যাম্প স্থাপন, আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্নভাবে পালন করাসহ উজিলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।